বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সং’ঘ’র্ষ: বাড়ি-অফিস ভাংচুর, মোটরসাইকেলে অ’গ্নিসংযোগ

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন এর কড়ইতলাস্থ অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দূর্বত্ত। এসময় তাদের প্রতিরোধ করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়ে।।

তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় একদল দূর্বত্ত মোটরসাইকেল যোগে মিছিল নিয়ে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিরোধ করতে গেলে সজল ও কামরুজ্জামান ফিরোজ নামে দু’জন আহত হয়। এলাকাবাসী এসময় তাদের দুইটি মোটরসাইকেল আগুন জালিয়ে পুড়িয়ে দেই।

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, তারা বিএনপির কেউ নয়, তারা ডাকাত। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেই।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ আগষ্ট রাতে সচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারো সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান।

উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর