Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পাকশীতে বৈষম্যবিরোধী শ্রমিক সমাবেশ: বি’ক্ষো’ভ মিছিল, স্মারকলিপি প্রদান

পাকশীতে বৈষম্যবিরোধী শ্রমিক সমাবেশ: বি'ক্ষো'ভ মিছিল, স্মারকলিপি প্রদান

ছবি: জনতার বার্তা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর পাকশীতে শ্রমিক বৈষম্যের প্রতিবাদে শ্রমিক সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজলীগ (বিআরইল) পাকশী শাখার উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়।

রেলওয়ে এমপ্লয়িজলীগ পাকশী শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তুলিপ মাহমুদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা সভাপতি মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা মাসুদ রানা মাসুম, ও ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান প্রমুখ।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নূর মুহাম্মাদ এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সিয়াম রহমান/এস আই আর

Exit mobile version