রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
spot_img

হাসপাতালের লাশঘর থেকে কিশোরীর লাশ নিয়ে পালালেন স্বজনরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলায় ফাঁস দেওয়া আলফা খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার পরপরই লাশঘর থেকে লাশ নিয়ে পালিয়ে গেছে স্বজনরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় চিকিৎসার জন্য হ্যাংকিংয়ের রোগী এসেছিল হাসপাতালের জরুরি বিভাগে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ওই কিশোরীর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখে। খবর পেয়ে কিছুক্ষণ পর লাশের সুরতহাল রিপোর্ট এর জন্য হাসপাতালের লাশঘরে পুলিশ এসে লাশঘরের দরজা খুললে সেখানে কোন লাশ পায়নি। ধারণা করা হচ্ছে, রোগীর স্বজনরা সবার নজর এড়িয়ে লাশ নিয়ে পালিয়ে গেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর