Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী (উপজেলা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যাত্রী চঞ্চল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

সিয়াম রহমান/এমএ

Exit mobile version