Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এক সরকারী সফরে এসেছেন। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় তিনি ঈশ্বরদী রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবাল। উপদেষ্টা হওয়ার পর ঈশ্বরদীতে এটিই তার প্রথম সফর।

‎অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রুপপুরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি রুপপুর প্রকল্পের অভ্যন্তরে ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় উপদেষ্টার সঙ্গে পাবনা জেলা প্রশাসন, ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক নিরাপত্তা প্রদান করেন।

‎সংশ্লিষ্ট মন্ত্রনালয় সূত্রে জানা যায়, উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রুপপুর থেকে সড়ক পথে পাবনা যাবেন। বিকেলে সেখানে জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। রাতে পাবনায় অবস্থান শেষে আগামীকাল শনিবার সকালে তিনি ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হবেন।

‎সিয়াম রহমান/এমএ

Exit mobile version