Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োগে বৈষম্যের অভিযোগ, অবস্থান কর্মসূচির ঘোষণা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় মিছিল-মিটিং, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দলীয় পরিচয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

‎বুধবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগবঞ্চিতদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ছাত্রলীগের কর্মীদের নিয়োগ দিয়ে প্রকল্পটিকে একটি বিশেষ দলের নিয়ন্ত্রণে পরিণত করা হয়েছে।

‎নিয়োগবঞ্চিতরা আরও অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় এমন পক্ষপাতিত্ব প্রকল্পের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। কারণ, এটি অত্যন্ত স্পর্শকাতর একটি রাষ্ট্রীয় প্রকল্প, যেখানে রাজনৈতিক প্রভাবমুক্ত, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ করা অত্যাবশ্যক।

‎বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিয়োগ বৈষম্যের বিষয়ে গত পাঁচ মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচির পথ বেছে নিয়েছেন।

‎বিজ্ঞপ্তিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের কথা জানানো হয়েছে। তাদের দাবি, অবিলম্বে বৈষম্যমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং যোগ্য প্রার্থীদের যথাযথভাবে নিয়োগ দিতে হবে।

‎চাকরিপ্রত্যাশীদের এই কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচি প্রকল্পের ভাবমূর্তি ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

/এমএ

Exit mobile version