Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে নিজ বাড়িতে নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

ঈশ্বরদীতে নিজ বাড়িতে নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামে সাজ্জাদ হোসেন সাগর (৫২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের লাইন পাড়ার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক শিশু দোয়া মাহফিলের খাবার দিতে গিয়ে তার বাসার দরজা খোলা পায়। ভেতরে ঢুকে দেখা যায়, সাগরের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পাশে জমির দলিল, একটি হাতুড়ি, দা ও বটি পড়ে ছিল।

‎নিহতের স্ত্রীর ভাগ্নি জানান, সাগর দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

‎ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

/এমএ

Exit mobile version