বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

পাবনার ৯টি উপজেলার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ প্রকাশ

সিয়াম রহমান, ঈশ্বরদী(পাবনা): দেশের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে জানালো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পাবনার ৯টি উপজেলার উপজেলায় কবে ভোট কবে হবে তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, প্রথম ধাপে আগামী ৪ মে পাবনার সুজানগর, বেড়া ও সাঁথিয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপে ১১ মে পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলা পরিষদের ভোটগ্রহণ হবে এবং আগামী ১৮ মে পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর , খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট ও চট্রগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর