সিয়াম রহমান,পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর পাকশীতে আজ শুক্রবার (১৬ ই ফেব্রুয়ারি) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে ৭২ তম ফুরফুরার বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল।
শুক্রবারে জুম্মার নামাজ আদায় করতে লাখো মানুষের আগমন ঘটে। জুম্মার নামাজ আদায় করতে আসা মুসললি অন্তর খাঁন বলেন, আমি প্রতিবছর এখানে জুম্মার নামাজ আদায় করতে আসি, বড় জামাতে মুসললিদের সাথে নামাজ আদায় করতে খুব ভালো লাগে।
এদিকে মাহফিল কে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য স্টল। এসব স্টলে গিয়ে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে উপচেপড়া ভিড় রয়েছে স্টল গুলোতে।
ব্যবসায়ীদের থেকে জানা যায়, গত তিন দিনের থেকে আজকে অনেক বেশি লোকের আগমন ঘটেছে, বেচাকেনা খুব ভালো হচ্ছে।
গত ১৪ ফেব্রুয়ারি বাদ আছর ইসালে সাওয়াব মাহফলি শুরু হয়।
এসএ