সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): ব্যস্ততম মহাসড়কের মাঝখানে নজরকাড়া ফুলের বাগান নজর কাড়ছে যাত্রীদের। দুরপাল্লার বাসের জানালা খুলে এক নজরে চোখ জোড়ানোর পাশাপাশি তৃপ্তির ছাপ লক্ষকরা যাচ্ছে ক্লান্ত যাত্রীদের চোখেমুখে। ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড় গোলচত্ত্বরে এমনই নজরকাড়া ফুল বাগান তৈরী করে সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশ রোডস্ এ্যান্ড হাইওয়ে পাবনা শাখা।
দেশের উত্তর এবং দক্ষিণ বঙ্গের জনপদের সেতু বন্ধন তৈরী এবং রাজশাহীর সাথে পাবনা, নগরবাড়ী, কাশিনাথপুর, বাঘাবাড়ীসহ গুরুত্বপূর্ন স্থান সমূহের সাথে সারা দেশকে মিলিয়ে দিতে ঈশ্বরদীর দাশুড়িয়াতে তৈরী এই চত্ত্বর দুটির জুড়ি নেই। চত্ত্বরটির মাঝখানে রয়েছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ফলক। তার চারপাশের ফাঁকা জায়গায় রোপন করা হয়েছে শীত কালীন বাহারী ফুলের চারা।
সরেজমিনে গিয়ে দেখাযায়, পুরো ট্রাফিক মোড় চত্ত্বরজুড়ে রোপন করা হয়েছে কয়েক হাজার ফুলের চারা। হলুদ গাদাসহ বেশ কয়েক জাতের বাহারী গাছ গুলোতে ফুটেছে থোকা থোকা ফুল। রংবে রংয়ের সেই ফুল গুলো ছড়াচ্ছে মুগ্ধতা। কেউবা যাত্রা বিরতি দিয়ে তুলছে ছবি। অনেকেই গাড়ী থেকেই চোখ জুড়িয়ে নিচ্ছেন। তবে ব্যস্ততম হাইওয়ের মাধখানে এমন সৌন্দর্য বর্ধনের কাজকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন।
দাশুড়িয়া ইউপি চেয়ারম্যন বকুল সরদার বলেন, দাশুড়িয়া ট্রাফিক মোড় গোল চত্ত্বরের এই সৌন্দর্য বর্ধন ফুল বাগান গুলোর পরিচর্যা আমি করলেও এগুলো তৈরী করেছেন বাংলাদেশ রোডস এ্যন্ড হাইওয়ে পাবনা। এই সৌন্দর্য বর্ধনের কাজটি ধারাবাহিক ভাবে তারা করবেন এটা ঈশ্বরদী বাসীর দাবি বলেও চেযারম্যান জানান।
বাংলাদেশ রোডস এ্যন্ড হাইওয়ে পাবনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিপুল হোসেন বলেন, পাবনা জেলার মধ্যে ঈশ্বরদীস্থ দাশুড়িয়া ট্রাফিক মোড়টি অত্যন্ত গুরুত্ব বহন করে। শুধু তাই নয় রাস্তা বাদে এর মাঝখানে অনেকটা ফাকা জায়গা আছে সেখানে সুন্দর বাগান তৈরী করা যায়। সেটা সৌন্দর্য বর্ধন হবে।
সেই লক্ষেই বাংলাদেশ রোডস এ্যন্ড হাইওয়ে পাবনা শাখার তত্বাবধায়ক প্রকৌশলী জনাব সমিরণ রায়ের নির্দেশনায় বাংলাদেশ রোডস এ্যন্ড হাইওয়ে পাবনার সদস্যরা এই নজরকারা ফুলের বাগানটি তৈরী করেন। তবে ফুটন্ত ফুলের উপস্থিতি পথচারীদের নজর কেড়েছে বলে বাগান তৈরীর এই ধারাবাহিকতাটি চলতে থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।