রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ‌দিবস পালিত

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে যথাযোগ‍্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২:০১ মিনিটে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় শহীদ বেদীতে পূষ্পমাল্য অর্পন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরদী আটঘরিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ,ইউএনও সুবীর কুমার দাশ,উপজেলা চেয়ারম্যান (ভারঃ) আব্দুস সালাম খান,পৌর মেয়র ইছাহক আলী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,এসিল্যান্ড টিএম রাহসিন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি ,নানক ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, তদন্ত অফিসার মনিরুল ইসলাম ,উপজেলা প্রকৌশলী এনামুল হক।

একইসাথে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা সাস্থ্য কমল্পেক্স, ঈশ্বরদী প্রেসক্লাব, পাকশী হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, ট্রাফিক বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, কৃষি বিভাগ, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিতে বসে আমরা গভীর ভাবে ভাষা শহীদদের সরণ করছি, যারা ভাষার জন‍্য জীবন দিয়েছিলেন। তাদের সর্ব স্তরের মানুষ সরণ করেছে। বাঙ্গালী জাতি অত্যন্ত গর্বিত আমাদের মাতৃভাষা বাংলাকে সমন্বত রাখার জন‍্য যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশেপাশের এলাকা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব‍্যাবস্থা।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর