Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃ-ত্যু

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল ) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আলামিন হোসেন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলামিন রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের খায়রুল ইসলাম ভাষার ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আলামিন বন্ধুদের সাথে পুকুর গোসল করতে যায়। আলামিন নতুন পুকুর দেখে পুকুরে ঝাপ দেয়। পুকুরে গভীরতা বেশি থাকায় সে নিচের দিকে তলিয়ে যায়। পরে বন্ধুদের চিৎকারে লোকজন জড়ো হয়ে আলামিনকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে আল আমিনকে মৃত ঘোষনা করেন স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতর পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version