Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মোঃ আবদূর রাজ্জাক (দিনাজপুর) প্রতিনিধি: “প্রাণিসম্পদে ভরবো দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামানসহ অনেকে।


মেলায় ২০ টি স্টলে খামারীদের বিভিন্ন প্রজাতির প্রাণী ছাড়াও রয়েছে অধিক দুগ্ধ উৎপাদনশীল গাভি,ষাঁড়,মহিষ, বকনা, ছাগি,পাঁঠা, ভেড়া কবুতর, তিতির, শৌখিন পাখি, কাকাতুয়া, ময়না,টিয়া, বাজুরিকা, খরগোশ ইত্যাদি।

এসএ

Exit mobile version