বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মোঃ আবদুর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর গড়পিংলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর গড়পিংলাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘মরদেহ সুরতহাল করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোর ৬টার দিকে রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফসলের জমিতে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর গড়পিংলাই এলাকায় এক গাড়িকে সাইড দিতে গিয়ে বিরামপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের সঙ্গে রফিকুল ইসলামের বাইসাইকেলে সজোরে ধাক্কা লাগে। রফিকুল ইসলাম সড়কের পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর