Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদের ১৩ জন প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন তাজওয়ার মোহাম্মদ ফাহিম , মোঃ আতাউর রহমান ও নিজামুল হাসান। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন আফতাবুজ্জামান, গোলাম ফিরোজ করিব, মোঃ আইনুল হক চৌধুরী, আব্দুর রাজ্জাক, আজিজার রহমান ও ওয়ায়েস করুনী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন পারুল বেগম, শিউলি বেগম, শাবানা খাতুন ও শেফালী বেগম রেখা মনোনয়নপত্র দাখিল করেছেন ।

আগামী ৫ই জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এবার নির্বাচনে উপজেলার ৭৩ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৯৪ হাজার ৭৫জন ‌। পুরুষ ভোটার সংখ্যা ৯৭ হাজার ৮শত ৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৯৬ হাজার ২শত ৩৮ জন ও তৃতীয় লিঙ্গের ৪ জন।

মোঃ আবদুর রাজ্জাক/এমএ

Exit mobile version