Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

একই সময়ে একই স্থানে জনসভার অনুমতি চেয়ে ৩ প্রার্থীর আবেদন

মোঃ আবদুর রাজ্জাক, দিনাজপুর: ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের শেষ দিন দিনাজপুরের খানসামায় একই স্থানে একই সময়ে জনসভা আয়োজনের অনুমতি চেয়েছেন তিন প্রার্থী।

গত সোমবার প্রচার শুরুর দিনে প্রশাসনের কাছে তাঁরা অনুমতি চেয়ে এই আবেদন করেন। প্রচারের শেষ দিন ২৭ মে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র পাকেরহাট শহীদ মিনার চত্বরে জনসভা আয়োজন করতে চান তিন প্রার্থী।

তাঁরা হলেন চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আনারস প্রতীকের প্রার্থী দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। তাঁরা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, জনসভা আয়োজনে অনুমতির বিষয়টি থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখভাল করে। অবস্থা বুঝে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালাতে প্রার্থীদের বলা হয়েছে।

তিন প্রার্থীর একই সময়ে একই স্থানে জনসভার আবেদনের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, প্রচার শুরুর প্রথম দিনেই তিন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে সমন্বয় করে জনসভা আয়োজনের সময় ও ভেন্যু নির্ধারণ করা হবে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা ও নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত। তাতে সব প্রার্থী, সমর্থক ও ভোটারের সহযোগিতা প্রয়োজন, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।

উল্লেখ্য, খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ওই তিন প্রার্থী ছাড়াও ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

Exit mobile version