Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বীরগঞ্জে পুকুরে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃ’ত্যু

মোঃ আবদূর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটুঙ্গী ভলেশাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো–মীরাটুঙ্গী ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে লিমন (৩) এবং দুলাল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মফিজ কাপড় ব্যবসায়ীর পুকুরে গোসল করতে যায় দুই শিশু। এরপর থেকে তাদের দুজনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন পুকুরে নেমে তাদের দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।

শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন বলেন, ভলেশাপাড়া গ্রামের দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘দুই শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version