Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বিরামপুরে নানার কবর জিয়ারত করতে গিয়ে প্রাণ হারালো শিশু তাহমিদ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে নানার কবর জিয়ারত করতে গিয়ে প্রাণ হারালো শিশু তাহমিদ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিরামপুর পৌর এলাকার চাঁদপুর মাহালী পাড়ার আফাজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে ৫দিন আগে ইন্তিকাল করেন। সেখানে আফাজ উদ্দিনের মেয়ে আজিজা বেগম স্বামীর বাড়ি থেকে তার দুই শিশু সন্তানকে নিয়ে পিতার কবর যিয়ারতে আসে।

সকালে আজিজা বেগম তার শিশু পুত্র তাহমিদ সরকারকে (৯) সাথে নিয়ে বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে পেট্রোল পাম্প এলাকায় শিশু তাহমিদকে কয়েকটি কুকুর তাড়া করে। এ সময় তাহমিদ দৌড়ে পালাতে গিয়ে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়।

চোখের সামনে ছেলে মর্মান্তিক মৃত্যুতে মা আজিজা বেগম হতবিহ্বল হয়ে পড়েন। শিশুটি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার লক্ষীপুর মাহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এমএ

Exit mobile version