Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

দিনাজপুরের ফুলবাড়িতে সাপের কামড়ে একজনের মৃ’ত্যু

দিনাজপুরের ফুলবাড়িতে সাপের কামড়ে একজনের মৃ'ত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে অনিক পাওলিয়া (১২) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯জুলাই) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিক পাওলিয়া ওই এলাকার অনন্ত পাওলিয়ার ছেলে। সে উত্তর লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অনিক পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে ফিরে তার মা বাসন্তী রানীকে বলে, একই গ্রামে সে তার নানা বাড়িতে যাবে। এরপর নানা বাড়ি গিয়ে মাটির ঘর থেকে আম আনতে যায়। আম নিয়ে বাহিরে এসে বলে তাকে কি যেন কামড় দিয়েছে। পরে তার পরিবারের লোকজন ধারণা ক‌রেন পিঁপড়া কামড় দিয়েছে। এরপর তার হাতে প্রচন্ড কনকনে ব্যথা অনুভব হলে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। ক‌বিরাজ সাপের কামড় দি‌য়ে‌ছে ম‌র্মে চিকিৎসার জন্য তা‌কে হাসপাতালে নিতে ব‌লেন। পরে বিকেল সাড়ে ৫টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ আলম তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাজকিরাতুল হক তানভীর/এস আই আর

Exit mobile version