Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সুলতান, সাধারণ সম্পাদক মিলন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সন্ধায় ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। অন্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে সুলতান মাহমুদ (দৈনিক ইত্তেফাক), সহ সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী (দৈনিক আজকের পত্রিকা) ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হন।

এ দিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান জনি, দফতর সম্পাদক রেজাউল করিম স্বাধীন, কোষাধ্যক্ষ ইয়ামিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জিত রায়, সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক রেবেকা সুলতানা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য মো: ইকরামুল হক, মামুনুর রশিদ, আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর

Exit mobile version