Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জ সেনাবাহিনী কর্মকর্তাদের হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন

নবাবগঞ্জ সেনাবাহিনী কর্মকর্তাদের হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন

ছবি: জনতার বার্তা

দিনাজপুর প্রতিনিধ: দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।

রবিবার (১১ আগষ্ট) বিকালে তর্পনঘাট কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে মন্দির চত্বরে হিন্দু সম্প্রদায়ের সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সেনাবাহিনীর খোলাহাটি বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ পিএসসি, এস এম আশিক উজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) মমিনুজ্জামান, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম,  প্রভাষক মোঃ ওয়াহেদুজ্জামান সবুজ, মোঃ ইন্জিনিয়র সাদিক রায়হান , মোঃআতিকুল ইসলাম রাজা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা সহ স্থানীয় হিন্দু ধর্মালম্বী, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করার ও সকল প্রকার গুজবকে প্রতিহত করার আহ্বান জানান।

মো: আবদুর রাজ্জাক/এস আই আর

Exit mobile version