দিনাজপুর প্রতিনিধ: দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার ২০ আগষ্ট বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আয়োজনে ৭১ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ৭১ মঞ্চে এসে শেষ হয়।
সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর ইসলাম রাজা, উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মশিউদদৌলা, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাপি নবাবগঞ্জ ৭১ মঞ্চের সামনে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর