দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস’র আয়োজনে কুশদহ প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থার সভাপতি মতলুবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মাছুমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর, এনিমেটর আসুন্তা হেম্ব্রম, স্বেচ্ছাসেবক অঞ্জলী হাঁসদা. সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সভায় প্রতিবন্ধী, প্রবীণ, সুধিজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর