দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ইসলামী ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার কার্যক্রম প্রকল্পের ২০২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ৩ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় নবাবগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক সেন্টার হল রুমে সুপারভাইজার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, দিনাজপুর । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ ইকরামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথী মোঃ ইকরামুল হক মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন বর্তমানে দেশে প্রধানত দুই ধরনের শিক্ষা ব্যাবস্থা চালু আছে একটি মাদ্রাসা শিক্ষা অপরটি সাধারণ শিক্ষা, আজ সমাজে অনেক সাধারণ শিক্ষায় শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ চাকুরী বাকুরী না পেয়ে সমাজের বোঝা হয়ে চলতেছে। অপরদিকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা আজ সমাজে কোন না কোন কাজে নিয়োজিত আছেন। যেমন আজ আপনারা ছোট ছোট কোমল মতি শিশুদেরকে মেধা এবং যোগ্যতার সাথে অক্ষর জ্ঞান দিচ্ছেন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথীবৃন্দ।
মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর