Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত

নবাবগঞ্জে 'শহীদি মার্চ' কর্মসূচি পালিত

ছবি: জনতার বার্তা

দিনাজপুর প্রতিনিধি: গণঅভ্যুত্থানের আওয়ামী হাসিনা সরকারের পতন একমাস পূর্ণ হওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এক মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে মিছিলটি ডাকবাংলা চত্বরে এসে ৭১ মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মিরাজ আহমেদ, আরিফুল ইসলাম, সোহাগ, নাজিব মিলন বক্তব্য রাখেন। বক্তারা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।

মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর

Exit mobile version