Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জে ১০ জন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

দিনাজপুর প্রতিনিধ: বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাতে, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয় মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা ৯ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এতিম খানা হাফিজিয়া মাদ্রাসায় বিএডিসি উপ প্রধান প্রকৌশলী ডাবলুর সভাপতিত্বে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে আল আল কোরআন তাফসির করেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি আমির হামজা কোরআন মাহফিলে পার্শ্ববর্তী গ্রামের এক পরিবারের ১০ জন সনাতন ধর্ম অবলম্বী (হিন্দু) সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা হলেন শ্রীমতি অজিতন (৭৫) বর্তমান মুসলিম আমিছা শ্রী: কন্দল (৫০) বর্তমানে মুসলিম হযরত আলী, শ্রী ফেলানী (৪৫) বর্তমানে মুসলিম ফাতেমা খাতুন, রূপম কুমার (৩২) বর্তমানে মুসলিম হাসান মাহমুদ, শ্রী আগুন দাস (২০) বর্তমানে মুসলিম মো: আবীর হোসেন, শ্রীমতি বৃষ্টি (১৫ ) বর্তমানে মুসলিম ফারিয়া জান্নাত, টুপি রানী (২৭) বর্তমানে মুসলিম জামিলা খাতুন, শ্রী জয় (১০) বর্তমানে মুসলিম মো: জুনায়েদ, শ্রীমতি জয়া (৭) বর্তমানে মুসলিম নাম মোছা: হাসনাহেনা শ্রী মতি জ্যোতি (৬) বর্তমানে মুসলিম নাম মোছাঃ হুমায়রা।

আবদুর রাজ্জাক/এস আই আর

Exit mobile version