Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নবাবগঞ্জে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

নবাবগঞ্জে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধ: দিনাজপুরের নবাবগঞ্জে ফলবাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে তাদের উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় উপজেলার কুশদহ ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি কর্মকর্তা তাপস কুমার উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উপস্থিত কৃষকদের ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার, উপকারিতা ও কৃষি যান্ত্রিকীকরণের সুফল সম্পর্কে অবহিত করা হয়। এ সময় গ্রাম কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহফুজ আলম, মামনুর রশীদ, কৃষক মোফাখ্খারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে এলাকার প্রায় শতাধিক কৃষক অংশ গ্রহন করে।

মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর

Exit mobile version