Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হ’ত্যা মামলার আড়াই বছর পর কবর থেকে তিন যুবকের লাশ উত্তোলন

হ'ত্যা মামলার আড়াই বছর পর কবর থেকে তিন যুবকের লাশ উত্তোলন

মোঃ আবদুর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা মামলায় আড়াই বছর পর কবর থেকে ময়না তদন্তের জন্য তিন জনের লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্যামপুর, নারায়ণপুর ও কাঁচদহ গ্রামের পারিবারিক কবর থেকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে লাশগুলো উত্তোলন করা হয়। এসময় থানার ওসি আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২),নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আড়াই বছর পর গত ২৬/০৮/২০২৪ তারিখে নবাবগঞ্জ থানায় স্থানীয় সাবেক এমপি শিবলী সাদিককে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিমনের বাবা রবিউল ইসলাম। মামলায় বলা হয়, দুই বছর ৬ মাস আগে বালু মহল নিয়ে এমপি শিবলী সাদিকের সাথে ঝামেলা হয়। সেই বালু মহলকে কেন্দ্র করে এমপি শিবলী সাদিকরে নির্দেশে তিন যুবকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কোর্টের নির্দেশে আজকে লাশগুলো উত্তোলন করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যালে মর্গে প্রেরণ করা হবে।

/এমএ

Exit mobile version