Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চিলমারীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড করলো স্থানীয় বাসিন্দারা

আল মোবারক হাসান নাহিদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম এর চিলমারী উপজেলার গাবেরতল বাজারে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড করলো স্থানীয় বাসিন্দারা।

জানাগেছে, যে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিলো, সেই মাঠে ওয়াক্তি নামাজ হয়। নামাজের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় ঐ মাঠে নামাজ আদায়কারী মুসল্লীরা সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড করে দেন এবং পরে সম্পূর্ণ মাঠে “আল্লাহু আকবর” স্লোগানে মুখরিত করেন।

মুসল্লীরা জানান, এই মাঠে ওয়াক্তি নামাজ আদায় করা হয়। যে মাঠে প্রতিদিন নামাজ আদায় হয়, সে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে না।

Exit mobile version