Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুড়িগ্রামে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হা’মলার অভিযোগ, আহত ৩

কুড়িগ্রামে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হা'মলার অভিযোগ, আহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নৃন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে সোমবার (১৫ জুলাই) ছাত্র সমাবেশে ও পদযাত্রা করেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, এই কর্মসূচি শেষে ফেরার পথে বেলা ১টার দিকে আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা করা হয়। এটি জেলা ছাত্রলীগের হামলা বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাথায় আগাত পেয়ে একজনের অবস্থা বেগতিক।

আহতরা হলেন, অনিরুদ্ধ প্রণয়ন প্রান্তিক কুড়িগ্রাম মজিদা কলেজ ডিগ্রি, সাদিকুর রহমান কুড়িগ্রাম সরকারি কলেজ স্নাতক প্রথম বর্ষ, রতন অধিকারী উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

এর আগে বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতারা ছাত্র সমাবেশে বাঁধা দেওয়ার চেষ্টা করলে, তা উপেক্ষা করে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

Exit mobile version