Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে নি’হ’ত শিক্ষার্থী আশিক বাবুর কবর জিয়ারত করেছেন ছাত্রদল

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে নি'হ'ত শিক্ষার্থী আশিক বাবুর কবর জিয়ারত ছাত্রদলের

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক বাবুর কবর জিয়ারত করেছেন ছাত্রদল নেতারা। শুক্রবার (৬ আগস্ট) জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে নিহত আশিক বাবুর কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, উলিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম আহ্বায়ক রমজান আলী কবির, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিখন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদের শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আখের খন্দকার, সাধারণ সম্পাদক মিলজার রহমান লায়ন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান সহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ-ছাত্রলীগের যৌথ হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো কুড়িগ্রাম শহর। এতে মাথায় আগাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিক বাবু। এরপর গত ১ সেপ্টেম্বর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আশিক। পরের দিন তাকে বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে দাফন করা হয়

Exit mobile version