কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার শহীদ পরিবারের মাঝে আট লক্ষ টাকা বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুড়িগ্রাম পৌরসভার অডিটোরিয়াম হলে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কতৃক আয়োজিত ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
মতবিনিময় সভায়, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
এসময় মিয়া গোলাম বলেন, “গোটা বাংলাদেশের শহীদ পরিবার গুলো আমাদের পরিবার। এই সামান্য উপহারটুকুই শেষ নয়। বাকী জীবন শহীদ পরিবারগুলোর সুখে দুখে পাশে থাকার চেষ্টা করবে জামায়াত।”
মোবারক হাসান নাহিদ/এস আই আর