Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদ

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষেবিভিন্ন মন্দির ঘুরে দেখেন গণঅধিকার পরিষদ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন গণঅধিকার পরিষদ।

আজ শনিবার (১২ অক্টোবর) জেলা শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখেন গণঅধিকার পরিষদের নেতারা। এসময় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন গণঅধিকার পরিষদের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহঃ ভূমি গৃহায়ণ ও পুনর্বাসন সম্পাদক মো: শফিকুল মোল্লা, কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক অ্যাড. সাজ্জাদ হোসেন পলাশ, সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, পেশাজীবি অধিকার পরিষদের সদস্য সচিব মাহফুজার রহমান সহ প্রমুখ।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

Exit mobile version