Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চিলমারীত বিজয় র‍্যালি রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির

চিলমারীত বিজয় র‍্যালি রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির

নাহিদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট চৌরাস্তার মোড় হতে র‍্যালি শুরু করে ফকিরের হাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রেরণ করেন তারা।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার বদরুল ইসলাম রান্জু বলেন, ১৯৭১ সালের এইদিনে ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে আমার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে, আমরা পেয়েছে একটি স্বাধীন পতাকা। ৭১ সালের ২৬শে মার্চ শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দেন। যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের হটিয়ে আমরা আরেকটি স্বাধীনতা লাভ করেছি। আমি সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করছি।

যুবদলের সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নান বাচ্চু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছে আমাদের স্বাধীনতা। কিন্তু ৭১ এ ৩০ লক্ষ্য নরনারীর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধীরে ধীরে বিভিন্ন কুচক্রী মহল হরণ করে রেখেছে। ৫ আগস্ট আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা আমরা আর হারাতে চাই না।

এসময় উপস্থিত ছিলেন ইউপি বিএনপি নেতা খন্দকার বদরুল ইসলাম রান্জু, সাবেক যুবদল সভাপতি খন্দকার আব্দুল মান্নান বাচ্চু, আয়নাল হক সহ প্রমুখ।

/এমএ

Exit mobile version