Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

উলিপুরে ছাত্র আন্দোলনে মারধরের ঘটনায় আ.লীগের সাবেক নেত্রী গ্রেফতার

উলিপুরে ছাত্র আন্দোলনে মারধরের ঘটনায় আ.লীগের সাবেক নেত্রী গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২০ নভেম্বর) পৌর শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে এবং মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকিস্টিক ও রমদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও ১৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার মতি শিউলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মতি শিউলী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, “গ্রেফতার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।”

/এমএ

Exit mobile version