Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীর সদরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ারুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।  

রবিবার (৮ এপ্রিল) দুপুরে শহরের গোড়গ্রাম ইউনিয়নের লক্ষীর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ওই ব্যাক্তি খোকশাবাড়ী বেলতলী ঢেকিয়াবাড়ী এলাকার বাসিন্দা ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।  

পুলিশ সুত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানসহ লক্ষীচাপ থেকে বেলতলী বাজার যাওয়ার পথে মাটি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক  মৃত্যু ঘোষণা করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাটি ভর্তি ট্রাক জব্দ করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version