Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে পাকা মাথার মোড় উদ্ভোধন

সেলিম রেজা, নীলফামারী: শনিবার বিকেল ৪ ঘটিকায় পাকা মাথার মোড় উদ্ভোধন করেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ।

নীলফামারী সদরে হাতিবান্ধা বাজারের পাশে বাশের পুল নামের পরিবর্তন করে পাকা মাথার মোড় নামকরণ করা। খতিবার রহমান প্রামানিক (১০৫) ডাক নাম “”পাকা মাথা “‘। শৈশব কাল থেকে তিনি সমাজের অবহেলিত, নিপীড়ন, অসহায় মানুষের যথাযথ সহযোগিতা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপঃ ছিলেন জাকির হোসেন প্রামাণিক,গোলাম মোস্তফা, জাবের হোসেন প্রধান, ইটাখোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাফিজুল ইসলাম,ইউ,পি, সদস্য, আহাত আলী জয়নাল আবেদীন, মানিক হোসেন প্রামাণিক, বিপ্লব প্রামাণিক, এরশাদ আলী, আতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম মোতাহের হোসেন, মোতালেব হোসেন, আবুল হোসেন। সুশীল চন্দ্র, জুলি,। অংকুর সীড এন্ড হিমাগার ম্যানেজিং ডিরেক্টর ফারুক হোসেন প্রামাণিক এর সভাপতিত্বে পাকা মাথা অনুষ্ঠান সম্পূর্ণ করেন।

Exit mobile version