Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীর জলঢাকা বে-সরকারি ফলাফলে নবনির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে মোঃ নাসিব সাদিক হোসেন নোভা বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ মার্কা নিয়ে ১২৫৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়।

তার প্রতিদ্বন্দি প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন ৮৭৬৭ ভোট। অপর প্রার্থী সাদের হোসেন পেয়েছেন ৩৩৫৮ ভোট। আজ রবিবার ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ইভিএমের মাধ্যমে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জলঢাকা পৌরসভা এলাকায় ১৮ টি ভোট কেন্দ্রে ১১৭ টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখা ৩৭ হাজার একশত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৪১৭ জন।

উল্লেখ্য গত জানুয়ারি মাসে ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।

Exit mobile version