Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গোল্ডেন না পাওয়ায় পৃথিবীকে বিদায় জানাল রাফসান


সেলিম রেজা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না পাওয়ায় রাফসান জানি (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর দারুল উলুম মাদরাসা সংলগ্ন পুরাতন বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের এক স্বজন জানান, রাফসানের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায়। সে শহরের পুরাতন বাবুপাড়া এলাকায় সাবেক পৌর কাউন্সিলর মো. মোসলেম উদ্দিনের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থেকে লেখাপড়া করত। সে ওই এলাকর আব্দুর রহমানের ছেলে।

নিহত জানির সহপাঠীরা জানায়, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় জানি সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায়। কিন্তু জানির বিশ্বাস ছিল সে গোল্ডেন এ প্লাস পাবে। কিন্তু পরীক্ষার ঘোষিত ফলাফলে গোল্ডেন এ প্লাস না পাওয়ায় মনেরকষ্টে বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। একপর্যায়ে ঘরের ভেতর ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ সময় বাসার অন্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Exit mobile version