Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে প্রান গেল ১০ বছরের শিশুকন্যার

নীলফামারী জেল প্রতিনিধি: পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সিনথিয়া আক্তার (১০) শিশু কন্যার প্রান গেল শুক্রবার বিকেল ৩ ঘটিকায় (আনুমানিক)।

নীলফামারী সদরে টুপামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মোঃশরিফুল ইসলামের মেয়ে।

এলাকার সূত্রমতে জানা যায় শুক্রবার বিকেল ৩ ঘটিকায় (আনুমানিক) পুকুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

এছাড়া তারা আরও জানান যে পুকুর গভীরতা থাকার কারনে শিশুকন্যা মারা যায়। পরে এলাকার লোকজন পুকুরের পানি থেকে তুলে মৃত্যু ঘোষণা করেন।

সেলিম রেজা/এস আই আর

Exit mobile version