Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূ খু’ন, পুলিশ হেফাজতে স্বামী

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূ খু'ন, স্বামী পুলিশ হেফাজতে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বর্নার আক্তার -২২- নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নীলফামারী সৈয়াদপুর থানার পুলিশ। এ ঘটনায় বর্নার স্বামী বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ।

শুক্রবার -১২ জুলাই- সকালে শহরের কাশিরাম বেলপুকুর হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বরনা আক্তার ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে।

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়- বাদশা মিয়ার সাথে বর্নার সাথ পারিবারিক ভাবে দুই বছর আগে বিয়ে হয়। গতকাল রাতে বর্নার বাবার সাথে মোবাইলে কথা বলছিলেন এসময়ে হঠাৎ করে কল কেটে যায়৷ পরে স্বজনরা যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করতে পারেনি ৷ মধ্য রাতে বনর্র আক্তারের প্রতিবেশীর মাধ্যমে তার স্বজনরা জানতে পারে সে মারা গেছে। পরে তারা ছুটে এসে তার মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- শাহা আলম বলেন- এ ঘটনায় বর্নার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোঃ সেলিম হোসাইন/এস আই আর

Exit mobile version