Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সদরের চৌরাঙ্গী মোড় এলাকায় এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শহরের সর্বস্তরের শিক্ষার্থীরা।

এসময়ে বক্তারা বলেন, একজন পরীক্ষার্থী পরিশ্রম করে রাতদিন জেগে পড়ালেখা করে। কিন্তু এ কোটার কারণে মেধাবীরা বাদ পড়ছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা নাম ভাঙিয়ে কোটার কথা বলে সুবিধা নিচ্ছেন। আমরা কোটা বা সরকারের বিরুদ্ধে নই তবে দ্রুত কোটা সংস্কার চাই।

এসময়ে আরও দেখা যায়, মানববন্ধন চলাকালে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে কোটা সংস্কারের নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।

সেলিম রেজা/এস আই আর

Exit mobile version