Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্থরের জনগণের বিজয় মিছিল

নীলফামারীতে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্থরের জনগণের বিজয় মিছিল

ছবি: জনতার বার্তা

নীলফামারী প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উপলক্ষ্যে নীলফামারীতে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজয় ও শান্তি মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্থরের জনগণ।

৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার চত্বর থেকে বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে এসে মিলিত হয়। এর আগে শিক্ষার্থী আর বিভিন্ন দলের নেতাকর্মীরা থানায় গিয়ে পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের কাজে ফেরার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা।

সেলিম রেজা/এস আই আর

Exit mobile version