Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে বাজার মনিটরিং এবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

নীলফামারী প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেট ব্যাবসায়ীদের কাছে জনজীবন বিপর্যয় হয়ে পরে।

আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা জনজীবনে স্বস্তি ফেরাতে নানা রকম উদ্যোগ গ্রহণ করে।

তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নীলফামারী টেক্সটাইল বাজারে বাজার দর, কাচাবাজার সহ বিভিন্ন প্যাকেটজাত খাদ্যের নজরদারি করে নীলফামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাধারণ ছাত্রছাত্রী, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের কর্মকর্তা।

বাজার মনিটরিং ছাড়াও তারা নিরাপদ খাদ্যের লিফলেট বিতরণ করে। মোঃ আখতারুজ্জামান খান সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখা। সমন্বয়ক সমূহ মো: ফারদিন তৌসিক, সাজিদ বিন ইসলাম, বাধন ইসলাম, মোরসালিন ইসলাম, সিয়াম ইসরাত জাহান, নুসরাত জাহান সহ আরও অনেকে।

তাদের উদ্যোগে প্রশাংসা করে জন সাধারণ। এ সময় সকলের উদ্দেশ্য সমন্বয়ক আখতারুজ্জামান বলেন আসুন সকলে মিলে দেশের ও দেশের মানুষের জন্য নিজ জায়গায় থেকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

সেলিম রেজা/এস আই আর

Exit mobile version