বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নীলফামারী প্রতিনিধি: নানান কর্মসূচির মধ্যে দিয়ে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোর্শেদ আজম।

সভায় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটে। এখন জনগণের চাওয়া অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা‌। আমরা অন্তবর্তীকালীন সরকার প্রধান কে অনুরোধ জানাই অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রদান করার‌ জন্য।’

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেদওয়ানুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শান্ত সিদ্দিকী, সদস্য সচিব মোহাম্মদ আলী নূরানী, যুগ্ম-আহবায়ক মোখলেছার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিহাবুজ্জামান চৌধুরী শিয়াব, সদস্য সচিব মনিরুল ইসলাম মঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক শাহাজাদা মুক্তি সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেলিম রেজা/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর