Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

নীফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

নীলফামারী প্রতিনিধি: নীফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪ উদযাপন করলো গুড নেইবারস বাংলাদেশ।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গুড নেইবারস বাংলাদেশ-এর নীলফামারী কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রাম একটি সচেতনতা বৃদ্ধি জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর মোর্শেদ তালুকদার উপজেলা সমবায় অফিসার নীলফামারী সদর, বিভব দেওয়ান ম্যানেজার নীলফামারী সিডিপি, মতিউর হমান আকাশ প্রোগ্রাম নীলফামারী সিডিপি এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন নীলফামারী সিডিপির স্পন্সর শিশু, মা ও কমিউনিটির মহিলারা সহ মোট ৮০ জন। প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, একজন মানুষের জীবনের সমৃদ্ধি, উন্নতি, সুখ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সাক্ষরতা খুবই জরুরী। তাই সাক্ষরতা বিষয়ে সচেতনতাবৃদ্ধির জন্য আমাদের সকলেকে এগিয়ে আসতে হবে।

সেলিম রেজা/এমএ

Exit mobile version