Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবি নাজনীনের আগমন

নীলফামারীতে বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবি নাজনীনের আগমন

নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ৮ বছর পর নাড়ির টানে নিজ জন্মভূমির মাটিতে   নেমেই উচ্ছ্বাসিত  ব্যাকডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন। তাকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দরে ভীর করেন বিএনপির নেতাকর্মীরা। 

নেতাকর্মীদের অপেক্ষায় অবসান ঘটিয়ে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরে আসেন তিনি। এসময় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ  করে নেন  বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীনকে।

এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ সাজ্জাদের বাবার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান। শহীদ সাজ্জাদের বাবা ও মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষ দোয়াও অংশ নেন তিনি। দোয়া শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির  কার্যালয়ে আসেন তিনি। 

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,  আমি আজ প্রান খুলে কথা বলতে পারছি, বিগত সরকারের আমলে ১৭ বছর  কোন স্টেজ প্রোগ্রাম করতে পারি। বিভিন্ন প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়েছে। পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে। রেকর্ডিং  করতে দেয়া হয়নি। বিভিন্ন ধরনের নির্যাতের শিকার হয়েছিলেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমার মতো কোন শিল্পী এ ধরনের নির্যাতনের শিকার না হন। তিনি নিজ এলাকা মানুষের জন্য কিছু করতে চায়।

সেলিম রেজা/এমএ

Exit mobile version