Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে স্বামীর আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃ’ত্যু

নীলফামারীতে স্বামীর আঘাতে স্ত্রীর মর্মান্তিক মৃ’ত্যু

সেলিম রেজা, নীলফামারী: ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) নীলফামারী সদর উপজেলার হাতিবান্ধা বাজার জুম্মাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র মামুন হোসেন সকালে স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ দিনা আক্তারের কাছে ভাত খেতে চায়। স্ত্রী দিনা হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত স্বামী মামুন তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে।

স্থানীয়রা জানায়, দিনা আক্তারকে তার স্বামী মামুন প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে আসে এবং উঠানে রেখে সটকে পরে। এদিকে দুপুর একটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে সাংবাদিকদের জানান দিনার বড় ভাই মিনার হোসেন।

/এমএ

Exit mobile version