সেলিম রেজা, নীলফামারী: উত্তরে জেলা নীলফামারীতে বীজ আলু উত্তোলনে ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা। চলতি বছরে আলুর দাম ভালো পাওয়ায় আগামী বছরে আলুর চাষে আগ্রহ বেড়েছে তাদের।
আলু চাষি সাজু মিয়া ‘জনতার বার্তা’কে জানান, এ বছর আলুর দাম ভালো পাওয়ায় আগাম আলু বাজারে বিক্রি করছে। বিঘা প্রতি (২৯ শতাংশ) আশি থেকে নব্বই হাজার টাকা পেয়েছি।
তিনি আরও জানান, আগাম আলু উত্তোলনের পর বীজের আলু রোপণ করি। জমিতে আলুর বয়স ৬০ দিনের শেষে আলুর গাছ কেটে দেই। তারপর আলু উত্তোলন করে ঐ জমিতে ৪/৫ দিন শুকিয়ে তারপর বস্তায় ভরে হিমাগারে রেখে দেই।