সেলিম রেজা, নীলফামারী জেলা প্রতিনিধিঃ গত ০২/০৭/২৩ ইং তারিখে রাত অনুমান ০০.৩০ ঘটিকায় ভিকটিম শারমিন বেগম( ২৫), স্বামী মোঃ বদিউজ্জামান লিটন, সাং চিকন মাটি কাচারীপাড়া, থানা ডোমার, জেলা নীলফামারী (সন্তান সম্ভবা) মা ও মেয়েসহ তাহার বাবার বাড়ি ডোমার থানা হইতে সিএনজি যোগে স্বামীর বাড়ী সৈয়দপুরে যাওয়ার পথে নীলফামারী থানাধীন শিমুলতলী নামক স্হানে পিছন দিক থেকেবাসা ঘাতক মাইক্রোবাস বেপরোয়াভাবে ধাক্কা দিলে ভিকটিম শারমিন বেগম মহাসড়কের উপর পড়ে যায়। ভিকটিম সিএনজি থেকে পড়ে গেলে বেপরোয়া মাইক্রোবাসটির নিচে ভিকটিমের কাপড় পেচিয়ে যায়। ঘাতক মাইক্রোবাস চালক গাড়ি না থামিয়েই সামনে চলতে থাকে।মাইক্রোবাস টি মহাসড়কের উপর প্রায় দুই কিলোমিটার ভিকটিম কে হেচড়ে নিয়ে যায়। ভিকটিম শারমিন বেগমের মহাসড়কের উপরেই সন্তান প্রসব হয়। পরবর্তীতে মাইক্রোবাস ভিকটিম শারমিন বেগম কে হেচড়ে নিয়ে পোড়াহাটগামী পাকা রাস্তার ফেলিয়ে পালিয়ে যায়।
টহলরত সৈয়দপুর থানা পুলিশ শারমিন বেগম ও তার নবজাতক শিশুকে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক মা ও তার সন্তানকে মৃত ঘোষণা করেন। জাতীয় জরুরি সেবা-৯৯৯ কলে নীলফামারী থানা পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত হন।
এই ঘটনার প্রেক্ষিতে নীলফামারী থানায় একটি নিয়মিত মামলা রুজি হয়। ঘাতক মাইক্রোবাস সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাক্ষীগন সঠিক কোন তথ্য দিতে না পারলে ও দীর্ঘ তদন্তের পরে নীলফামারী থানা পুলিশ ঘাতক মাইক্রোবাস চালককে তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে সনাক্ত করতে সক্ষম হয়।
আসামীকে জিজ্ঞেসবাদে জানা যায়,গাড়ীতে কোন কিছু আটকে গেছে পারলেও আসামী ভয়ে গাড়ী থামায় নাই। পথিমধ্যে আসামী গ্রেফতার এড়াতে তাহার গন্তব্যস্থল সৈয়দপুরে না গিয়ে ঢেলাপির হতে পোড়াহাট গামী রাস্তায় পালিয়ে যান।পরবর্তীতে আসামি সৈয়দপুরে গাড়ী মেরামত করলে বিষয়টি জানাজানি হবে বিধায় রংপুরে গিয়ে গাড়ি মেরামত করেন। গত ২২/০২/২৪ তারিখ রাত্রি অনুমান ২২.১৫ ঘটিকায় সৈয়দপুর থানাধীন কাজীপাড়া নামক স্হানে তদন্তেপ্রাপ্ত আসামি ১) সোহেল রানা (৩২), পিতা মোঃ খয়রাত হোসেন, সাং -বেড়কুটি থানা ও জেলা নীলফামারীতে গ্রেফতার করা হয়। ২৩/০২/২৪ তারিখ গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ বিচারকের নিকট আসামি তার নিজ দোষ স্বীকার করে। স্বীকারোক্তি মূলক জবানবন্দি( সি আরপিসি-১৬৪) প্রদান করেন।
এসএ